অ্যাপস ভিত্তিক পরিসেবা উবার-পাঠাও ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে জনসমূদ্রে। সরকারও তৈরি করে ফেলেছে নীতি মালা।
বাংলাদেশে প্রথন বাইক রাইডশেয়ারিং সার্ভিস আনে পাঠাও। এসে তাদের সাড়া আকাসচুম্বী। এর আগে তারা শুরু করেছিলো পার্সেল সার্ভিস। সেটাও চলছে পুরোদমে।
এবার তারা আনলো পাঠাও ফুড। তারা আপনাকে পৌছে দিচ্ছে আপনার পছন্দের খাবার আপনার হাতেই।
পাঠাও সূত্র হতে জানা যায় , প্রতিদিন কি একই খাবার খেতে খেতে ক্লান্ত? তাই তারা আপনার পছন্দের সুস্বাদু খাবার এখন আপনার হাতের মধ্যেই।
তাহলে দেরি না করে এখনই পাঠাও ফুড এর মাধ্যমে অর্ডার করুন আপনার পছন্দের খাবার, পছন্দের যেকোন রেস্টুরেন্ট থেকে, আপনার পাঠাও অ্যাপ থেকে।
এই সার্ভিস এখন শুরু হচ্ছে গুলশান-বনানী এলাকার ৩০০+ রেস্টুরেন্ট নিয়ে, খুব শীঘ্রই আমরা ঢাকার আনাচে কানাচে পৌঁছে যাব, আর আপনাকে পৌঁছে দিব আপনার পছন্দের খাবার।
কিভাবে পাঠাও ফুড ব্যবহার করবেন?
• পাঠাও অ্যাপের উপরের অংশে ক্লিক করে সিলেক্ট করুন ‘পাঠাও ফুডস’।
• আপনার আশেপাশের রেস্টুরেন্ট বা আপনার এলাকার রেস্টুরেন্ট দেখুন, এবং পছন্দের রেস্টুরেন্ট খুঁজুন তার নাম, খাবার বা ধরণ উল্লেখ করে।
• আইটেম অর্ডার করার জন্য আপনার পছন্দের রেস্টুরেন্ট সিলেক্ট করুন।
• প্রয়োজনে ‘Add-ons’ সিলেক্ট করুন।
• তারপর আপনার ‘কার্ট’ এ খাবার আইটেমগুলো যোগ করুন।
• চেক আউট করুন, এবং আপনার অর্ডার ডিটেইলস ঠিক আছে কিনা তা ভালোভাবে দেখুন। (আইটেম, মূল্য ও ড্রপ অফ স্থান)
• এখন অর্ডার দিন। অর্ডার করার পর আপনি দেখতে পারবেন অর্ডারের অবস্থা কি।
• অর্ডার পাওয়া পর টাকা পরিশোধ করুন এবং রেটিং দিন!