বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’ মহাকাশে উড়ল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপিত হয়। শুক্রবার (০৭ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে এটি পৃথিবী প্রদক্ষিণ শুরু করে। স্যাটেলাইটটি উৎক্ষেপণের চিত্র ব্র্যাক বিশ্ববিদ্যালয় সরাসরি ভিডিও কনফারেন্সে দেখায়। এ জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ন্যানো স্যাটেলাইটটি পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার ওপরে অবস্থান করবে এবং পৃথিবীর চারপাশ প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করতে ৯০ মিনিটের মতো সময় নেয়। এটি বাংলাদেশের ওপর দিয়ে দিনে ৪ থেকে ৬ বার উড়ে যাবে। ১০ সেন্টিমিটার কিউব আকৃতির ও ১ কেজি ওজনের এ ন্যানো স্যাটেলাইট মহাকাশ সংক্রান্ত নানা বিষয়ে গবেষণা ও পর্যবেক্ষণের জন্য ছবি পাঠাবে, যা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণা ও শিক্ষা কার্যক্রমে ব্যবহার করবেন।