প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফরে তিস্তা চুক্তিসহ পানির ন্যায্য হিস্যা আদায়ে ‘জনগণের আশা পূরণ করতে পারেনি’ দাবি করে সফরকে ব্যর্থ বলছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের মানুষ যা চেয়েছিল যে, পানির একটি ন্যায্য হিস্যা হবে, চুক্তি হবে সেটা হয়নি। উনি (প্রধানমন্ত্রী) নিজেই স্বীকার করেছেন ম্যায় পানি ন্যাহি মিলে কুচ বিদ্যুৎ তো মিলে গ্যা, কুচ তো মিলে গ্যা। তাও পয়সা দিয়ে কিনতে হবে।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের চার বছর’ উপলক্ষে ‘আমার দেশ পত্রিকা ও আমার দেশ পরিবার’ এ সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘একদিন আগে প্রধানমন্ত্রী ভারত সফর করে দেশে আসলেন। দেশের পত্রপত্রিকায় খুব ভালোভাবে এসেছে তিনি কী খেয়েছেন, কাকে কী বলেছেন। আরেকটি বিষয় সুন্দর ভাবে এসেছে যে, বাংলাদেশের মানুষের আশা পূরণ হয় নাই।’
তিনি বলেন, ‘আজকে সব গণমাধ্যমে এসেছে বাংলাদেশ কিছু পেল না। অথচ আওয়ামী লীগ বলছে, দু’দেশের (বাংলাদেশ-ভারত) সম্পর্ক নাকি উচ্চপর্যায়ে! সম্পর্ক উচ্চপর্যায়ে গেছে ভালো কথা, কিন্তু যাদের ফসল ফলাতে হয়, নদীতে মাছ ধরে জীবন জীবিকা ধারণ করতে হয়; সেই মাটির মানুষেরা কিছু পায়নি।’
সরকার নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে চলার কারণে কিছু আদায় করা সম্ভব হচ্ছে না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘সেজন্য জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে হবে। কারণ আওয়ামী লীগ ভিন্ন কৌশলে একদলীয় শাসন প্রতিষ্ঠায় সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে চলেছে।’
‘আমার দেশ পত্রিকা’র সম্পাদক মাহমুদুর রহমানকে স্পষ্টভাষী আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘মাহমুদুর রহমান এক সাহসী সংগঠনের নাম, যিনি কখনও অন্যায়ের কাছে মাথানত করেনি, আপোষ করেননি।’
মাহমুদুর রহমানের সভাপতিত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) সভাপতি কবি আব্দুল হাই শিকদারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এমাজউদ্দিন আহমেদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, লেখক ও কবি ফরহাদ মাযহার, সাংবাদিক রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, ইলিয়াস খান প্রমুখ।