বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে সরকার সরাসরি বিষোদ্গার করে মল্লযুদ্ধে নেমেছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামক সংগঠনের উদ্যোগে ‘বিচার বিভাগকে আক্রমণ করে আওয়ামী দুঃশাসনকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। ‘প্রধান বিচারপতির বিচার জনতার কাঠগড়ায় করা হবে’-আওয়ামী লীগের নেতাদের এমন হুঙ্কারের জবাবে তিনি বলেন, যারা অপহরণ, খুন, গুম করে তাদের সঙ্গে প্রকৃত জনগণ নেই। বরং জনগণ তাদের হূদয়ে কাঠগড়া নির্মাণ করছে। সেই কাঠগড়ায় পিলখানা ট্র্যাজেডি, শেয়ারবাজার, বাংলাদেশ ব্যাংক, তনু-খাদিজা-মীম হত্যা, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ কয়েকশ’ সরকারবিরোধী নেতাকর্মী গুম, খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা হবে। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শহীদ জিয়ার সময়েও দেশে হাজার হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয়, খাদ্য, পানি ও ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী রোহিঙ্গাদেরকে আশ্রয় দিচ্ছেন না। কারণ বিশ্ব সম্প্রদায়ের কাছে দেখাতে চান তিনি মুসলমানবিরোধী। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা নিরসনে সরকারের ভুল নীতি ও দুর্বল কূটনৈতিক তত্পরতা দায়ী। এ কারণে আজকে রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে। রাখাইনে রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত অভিযানের বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। সংগঠনের সভানেত্রী ফরিদা মনি শহিদুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মত্স্যজীবী দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদি প্রমুখ।