বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ১টি পদে ৪১০ জনকে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহবান করেছে। আবেদন করা যাবে ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। পদটিতে নিয়োগপ্রাপ্তরা মাসিক ১১,০০০-২৬,৫৯০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সর্টিফিকেট থাকতে হবে এবং টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে ইংরেজিতে কমপক্ষে ৪০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। আবেদনের নিয়ম, আবেদনের যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্যসহ যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের (badc.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও বিজ্ঞপ্তিটি সরাসরি পেতে প্রতিষ্ঠানটির নির্দিষ্ট ওয়েবসাইট দেখুন।