শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
চট্টগ্রাম কাস্টম হাউজে ১৯৫ জনকে নিয়োগ দেবে সরকার
প্রকাশ: ০১:৪৭ pm ২৩-১২-২০১৭ হালনাগাদ: ০১:৫৬ pm ২৩-১২-২০১৭
 
 
 


চট্টগ্রাম কাস্টম হাউজে ১৯৫ জনকে নিয়োগ দেবে সরকার। ৬ পদে এ নিয়োগ দেয়া হবে। নির্ধারিত জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।

পদগুলো হলো- 

  • উচ্চমান সহকারী পদে ৩৬ জন,
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪১ জন,
  • সিপাই ৯৮ জন,
  • অফিস সহায়ক ১৬ জন,
  • কুক ২ জন এবং
  • মালী পদে ২ জনকে নেয়া হবে।

উচ্চমান সহকারী পদে স্নাতক ডিগ্রি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের এইচএসসি। সাথে নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে। এসএসসি পাস হলেই সিপাই পদে আবেদন করা যাবে। সিপাই পদের পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, নারীদের ৫ ফুট ২ ইঞ্চি এবং উভয় প্রার্থীর বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে। বাকী পদগুলোতে অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র 'কমিশনার, কাস্টম হাউজ, চট্টগ্রাম' বরাবর পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২১ জানুয়ারি ২০১৮ ।

বিস্তারিত--

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT