বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ছেড়েছে পুলিশ। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন অভিযান শেষ। পুলিশের দেওয়ার তল্লাশি তালিকা অনুযায়ী সেখানে কিছুই পাওয়া যায়নি।
একই দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘পুলিশ শূন্য হাতে ফিরে গেছে। খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই ক্ষমতাসীন সরকার এই পুলিশি হানা দিয়েছে। এটা গণতন্ত্রের সভ্যতার চরম পরিপন্থী।’
রাষ্ট্রবিরোধী কোনো তথ্য বা কাগজ আছে কি না তার খোঁজে বিএনপির গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।
শনিবার সকাল ৭টার দিকে তল্লাশি শুরু হয়ে সকাল ৯টা ৩৫ মিনিটে শেষ হয়। এর আগে কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, 'খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাষ্ট্রবিরোধী ও নাশকতা চালানোর মতো জিনিস রয়েছে এই মর্মে সার্চ ওয়ারেন্ট রয়েছে। সেজন্য তল্লাশি চালানো হচ্ছে।'
শনিবার সকাল ৮টার দিকে খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান পুলিশ প্রবেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যাডামের কার্যালয়ে পুলিশ ঢুকেছে। তবে কেন এবং কী কারণে তারা এখানে এসেছে আমরা তা জানি না।’