রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির মেয়াদ বাড়তে পারে
প্রকাশ: ০৯:২২ am ১৯-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:২৩ am ১৯-০৮-২০১৭
 
 
 


দেশের বন্যা পরিস্থিতি এবং শোকের মাস আগস্টে বিএনপিকে কোনো ধরনের কর্মসূচি করতে না দেওয়ায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান কর্মসূচির মেয়াদ এক মাস বাড়ানোর চিন্তাভাবনা চলছে দলটিতে। নির্ধারিত সময়ের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। সে ক্ষেত্রে এক মাস সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ফরম বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট দলটির নেতারা। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দেশের উত্তর ও মধ্যাঞ্চল ভয়াবহ বন্যাকবলিত। এ অবস্থায় দলের সব কর্মসূচি আপাতত স্থগিত করে দলের নেতাকর্মীদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সদস্য সংগ্রহ কর্মসূচির সার্বিক বিষয় সম্পর্কে জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সকালের খবরকে বলেন, দেশের ২১ জেলা বন্যাকবলিত। মানুষ ঘরবাড়িছাড়া। চেয়ারপারসনের নির্দেশে দলের নেতাকর্মীরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যস্ত। এ অবস্থায় বন্যাকবলিত এলাকায় সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা যাচ্ছে না। তবে যেসব জেলায় বন্যা নেই, সেসব জেলায় সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। সময় বাড়ানোর বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, সদস্য সংগ্রহ অভিযান চলছে। দুই মাসব্যাপী এই অভিযান শেষ হবে ৩১ আগস্ট। সময় বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে। তবে এখনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। সময় শেষ হওয়ার আগেই চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত নেওয়ার পর জেলা নেতাদের জানিয়ে দেওয়া হবে। সদস্য সংগ্রহ কর্মসূচিতে বাধার বিষয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের সদস্য সংগ্রহ কর্মসূচি ফ্লপ হয়েছে। তারা জনগণের সাড়া পাচ্ছে না। পক্ষান্তরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে সরকার দিশেহারা হয়ে বাধা দিচ্ছে। রাজপথে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি পালনে বাধা দিলে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহ করবে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, তার নির্বাচনী এলাকা কেরানীগঞ্জ বন্যাকবলিত হয়নি। তাই তিনি স্থানীয় নেতাদের দিয়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ কার্যক্রম চালালে স্থানীয় প্রশাসন বাধা দিচ্ছে। তাই দলের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহ কর্মসূচি চালাচ্ছে। উল্লেখ্য, গত ১ জুলাই রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নিজের সদস্যপদ নবায়নের মাধ্যমে দুই মাসব্যাপী দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান-২০১৭ কর্মসূচির উদ্বোধন করেন। সদস্য সংগ্রহ কর্মসূচির ফরম বিক্রির বিষয়ে জানতে দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সকালের খবরকে বলেন, ১৫ আগস্ট শোক দিবস ও ২১ জেলা বন্যাকবলিত হওয়ায় এখন ফরম বিক্রি কম হচ্ছে। এই মুহূর্তে ফরম বিক্রি না করে বরং বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জেলা নেতাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে বন্যাকবলিত এলাকা ছাড়া অন্যান্য জেলায় স্বল্প পরিসরে ফরম বিক্রির কার্যক্রম চলছে। তিনি বলেন, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চলছে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি। লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, রংপুর বিভাগের অধিকাংশ জেলা বন্যাকবলিত। মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। এ অবস্থায় সদস্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, পুলিশের বাধায় তার জেলা ময়মনসিংহে সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করতে পারছেন না। স্থানীয় পুলিশ প্রশাসন তাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শোকের মাস আগস্টে বিএনপিকে কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেন, সরকার বিএনপিকে সভা-সমাবেশ করতে দেয় না। এখন সদস্য সংগ্রহের মতো শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি পালনেও বাধা দিচ্ছে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপরও বিভিন্ন কৌশলে চলছে সদস্য সংগ্রহ কর্মসূচি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT