শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বিএনপি নেত্রী বিদেশিদের কাছে নালিশ করতে যুক্তরাজ্যে গেছেন-ডেপুটি স্পিকার
প্রকাশ: ১০:০০ am ২৩-০৭-২০১৭ হালনাগাদ: ১০:০২ am ২৩-০৭-২০১৭
 
 
 


ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনের আগে বিদেশিদের কাছে নালিশ করতে যুক্তরাজ্যে গেছেন। যখনই নির্বাচন আসে তখনই তিনি নানা ষড়যন্ত্রে লিপ্ত হন এবং বিদেশিদের কাছে ধরনা দেন। বিএনপি নেতারা ফন্দিফিকির আঁটছেন কীভাবে জাতীয় নির্বাচন বানচাল করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখন উন্নয়নের জোয়ার বইছে, তখনই তারা এ উন্নয়নের বিরোধিতা করছেন। তিনি বলেন, সরকারের উন্নয়নের চাকা থেমে নেই। এ সরকারের আমলে গাইবান্ধার চরাঞ্চলে পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। শুধু পাকা রাস্তাই নয়, চরাঞ্চলে সোলার বিদ্যুত্সহ পল্লীবিদ্যুত্ সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, আগামী ’৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। কেউ এই উন্নয়নের ধারা রুখতে পারবে না। তিনি গতকাল সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বোনারপাড়া বঙ্গবন্ধু মুর্যাল চত্বরে তিন দিন ধরে ফলদ বৃক্ষ মেলার এক কৃষক সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য চারা ও বীজসহ কৃষি উপকরণ সরকারিভাবে সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, কৃষক আমাদের অহঙ্কার। তারা ধান, পাট, সবজি ও ফলমূল উত্পাদন করে জাতীয়ভাবে খাদ্যের চাহিদা পূরণ করেন। সমাবেশে বক্তৃতা করেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু, ইউএনও উজ্জ্বল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবদুল মান্নানসহ অনেকে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT