বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চার দিনব্যাপী বেসিস সফট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত , বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
এবারের মেলায় আম্বালা আইটি তাদের বিভিন্ন সফটওয়ার ও সেবার নিয়ে উপস্থিত হয়েছে। ইআরপি সলিউশন, মাইক্রোফাইনান্সের সফটওয়ার, একাউন্টিং,এইচআর, পেরোল,চেক প্রিন্টিং সফটওয়ার সহ আরও বেশ কিছু সেবার নিয়ে এসেছে তারা।
এছাড়া আম্বালা জবস এ মেলায় সরাসরি রেজিষ্টেশনের সুযোগ।
মোট ২০০টি দেশিবিদেশি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে।
বেসিস সফট এক্সপোর এবারের শ্লোগান "ডিজাইন ফর ফিউচার" নিয়ে মেলা শুরু হয়েছে।