বৈদ্যুতিক বাস আনতে যাচ্ছে বিশ্ব বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান 'ফোক্সভাগেন'। 'আইডি বাজ' নামের মিনিভ্যানটি নতুন আঙ্গিকে বাজারে আনবে জার্মানির এই প্রতিষ্ঠান। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২০ সালে এটি বাজারে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর সিএনএন'র। প্রতিষ্ঠানটির পরিকল্পনা শুধুমাত্র বাসেই আটকে থাকবে না, পরবর্তীতে বেশ কিছু বৈদ্যুতিক গাড়ি আনার পরিকল্পনাও রয়েছে ফোক্সভাগেনের। সেক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ির লাইনআপের নাম দেওয়া হয়েছে 'আইডি'। গত বছরের শেষের দিকে প্যারিস মোটর শো-তে ওই রকম একটি ছোট আকারের বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি। 'আইডি বাজ' নামকরণের পেছনেও যুক্তি দেখিয়েছে ফোক্সভাগেন। এ ব্যাপারে কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে 'বাজ' এসেছে বাস শব্দ থেকে। আর 'আইডি' বলতে বোঝাচ্ছে আইডেন্টিটি বা ইন্টেলিজেন্ট ডিজাইন। নতুন আঙ্গিকে বাজারে আসা মিনিভ্যানটি হবে অল-হুইল-ড্রাইভ যান। সামনে ও পেছনে আলাদা বৈদ্যুতিক মোটর থাকবে এটির। মোটরগুলো একসঙ্গে ৩৬৯ হর্সপাওয়ার শক্তি দিতে পারবে। বাসটি একবার পূর্ণ চার্জে ২৭০ মাইল চলবে বলে দাবি করা হয়েছে।