দেশের ব্যাংকিং সেক্টরে যেকোনো সময় সাইবার হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অনুষ্ঠিত আইটি সিকিউরিট অব ব্যাংক নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিআইবিএম’র মহাপরিচালক ড. তৌমিক আহমেদ চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এসকে সুর চৌধুরী বলেন, বিআইবিএম এর গবেষণায় দেখা গেছে দেশের ৩৬ শতাংশ সরকারী-বেসরকারী ব্যাংক উচ্চ সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ১৬ শতাংশ ব্যাংক অতিমাত্রায় সাইবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এসব ব্যাংকের তথ্য যেকোনো সময় চুরি হতে পারে।
তিনি বলেন, কিছু কিছু ব্যাংক তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে বিশ্বব্যাপী সাইবার হামলা হচ্ছে তাতে যেকোনো সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে দেশ। বিশেষ করে বিমানবন্দর, সরকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিভিন্ন ইন্ডাস্ট্রিসহ কম্পিউটার নিয়ন্ত্রিত সব প্রতিষ্ঠানই ঝুঁকিপূর্ণ।
এস কে সুর চৌধুরী বলেন, সাইবার হামলা ঠেকাতে বিশেষ করে ব্যাংকিং খাতসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আইটিকর্মীদের দক্ষতা বাড়াতে হবে।
এসকে সুর আরো বলেন, বৈশ্বিক সাইবার হামলার অবস্থা বিবেচনায় নিলে বাংলাদেশও ঝুঁকির মধ্যে আছে। তাই সরকারী বেসরকারী ব্যাংকগুলোকে নিরাপত্তার বলয় জোরদার করতে হবে। সাইবার নিরাপত্তা নিয়ে এখনো অনেক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গাইড লাইন মানছে না। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলো পিছিয়ে আছে।
ব্যাংকগুলো এখাতে তেমন কোনো বাজেটও রাখছে না। বাংলাদেশ ব্যাংক সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আগামীতে রিভিউ গাইডলাইন দেবে।