আদালতের রায়ে বাড়ির দখল হারানো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে দেখতে গেলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় ইফতারের পর সেখানে উপস্থিত হন তিনি। এর আগে দুপুরে মওদুদ আহমেদের গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের বাড়ির ভেতর রক্ষিত আসবাবপত্রসহ অন্যান্য মালামাল জব্দ করে তা ট্রাক যোগে অন্যত্র সরিয়ে ফেলে রাজউকের কর্মকর্তা ও কর্মচারীরা। রাজউকের অভিযানের শুরু থেকেই বাড়ির সামনে বিমর্ষ মুখে দাঁড়িয়ে ছিলেন মওদুদ। খালেদা জিয়া ঘটনাস্থলে উপস্থিত হলে তার সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দলের চেয়ারপারসনকে মওদুদ অভিযোগ করে বলেন, তার বাড়ির মালামাল বিনষ্ট করে সরকার সরাচ্ছে। সরকার কোনো ধরনের নোটিস ছাড়াই উচ্ছেদ অভিযান শুরু করে। পরে মওদুদ আহমেদকে ধৈর্য ধরতে বললেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন থোকনও উপস্থিত ছিলেন।