মুন্সিগঞ্জে তিনদিন ব্যাপি ‘ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। ২৩শে জানুয়ারি ২০১৭ রোজ সোমবার বেলা ১১টার দিকে এ উপলক্ষ্যে এ বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিটি জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের পুরাতর কাচারি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মুন্সিগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪৫টি স্টল বসেছে।আগামী ২৫ শে জানুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। প্রতিনি সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।
র্যালিতে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হারুন-অর-রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শওকত আলম মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিস-উজ্জামান আনিস, মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।
রেড়িও বিক্রমপুর এফ,এম,৯৯.২ এর কমিউনিটি রির্পোটারদের পাঠানো প্রতিবেদন ও চিত্র।