রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনিত প্রার্থী হচ্ছেন কাওসার জামান। তিনি দলের মহানগর কমিটির সহসভাপতি।
গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। বুধবার ((২২ নভেম্বর) রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দলীয় ভাবে ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের শরিক জাতীয় পার্টি (জাপা) ইতিমধ্যে মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে। স্থানীয় বিএনপি সম্ভাব্য ৫ জন প্রার্থীর নামের একটি তালিকা কেন্দ্রে পাঠায়। সেখান থেকে কাওসার জামানকে বাছাই করা হয়েছে।