শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে হবিগঞ্জে চলছে প্রতিমা তৈরির কাজ
প্রকাশ: ১০:০৭ am ২০-০৯-২০১৭ হালনাগাদ: ১০:১০ am ২০-০৯-২০১৭
 
 
 


শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে হবিগঞ্জে চলছে প্রতিমা তৈরির কাজ। তাই দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। এ বছর ৬২১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এদিকে, আয়োজকরা জানিয়েছেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও প্রশাসনের কঠোর নজরদারি থাকলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।

ছয় মাস আগে প্রতিমা তৈরির কাজে হাত দেন তারা। তার সঙ্গে রয়েছে পাঁচ সদেস্যর একটি দল। তিনি এ বছর হবিগঞ্জ শহরের বিভিন্ন পূজা মণ্ডপে ১৪টি মূর্তি তৈরি করছেন। এখন চলছে রঙের কাজ। প্রতিটি মূর্তি তৈরি করতে ৪০ থেকে ৭০ হাজার টাকা নেন তারা।

এখন রাতদিন কাজ করে মূর্তি তৈরি করতে হচ্ছে। মাটির কাজ শেষ পর্যায়ে। এরপর চলবে রঙের কাজ। রঙের কাজ শেষ হলে তুলির আঁচড়ে আল্পনা করা হবে।

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব জানান,  সবার প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন সম্ভব হবে। প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবক কর্মীরা কাজ করবে।

তিনি বলেন, এবারও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকলে এবং প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান,  দুর্গাপূজাকে ঘিরে হবিগঞ্জে পুলিশের তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পূজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজার সময় বাসা বাড়িতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। কোথাও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকলে পুলিশকে অবগত করার আহ্বান জানান পুলিশ সুপার।

তিনি আরও জানান, এ বছর রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। এছাড়া পূজায় ডিজে নিষিদ্ধ করা হয়েছে। এ জন্য পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT