শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
এবার ১০০ টাকা দিয়েই পুলিশে চাকরি হবে
প্রকাশ: ০৪:০৮ pm ০৪-০১-২০১৮ হালনাগাদ: ০৪:১৮ pm ০৪-০১-২০১৮
 
 
 


সরকারি ফি ১০০ টাকা দিয়ে যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি হবে । এ কথা বলেছেন সিলেটের পুলিশ সুপার মো.মনিরুজ্জামান। পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য দালালদের হাতে টাকা দিয়ে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি । বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।  তিনি বলেন, সিলেটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেয়ার পর কনস্টেবল পদে দুইবার নিয়োগ পরীক্ষা হয়েছে। গত দুই পরীক্ষায় কোনো ধরণের হয়রানি ছাড়াই যোগ্যরা নিয়োগ পেয়েছেন।নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা থাকায় দালালরাও নিয়োগ প্রত্যাশীদের সাথে কোনো ধরণের প্রতারণা করার সুযোগ পাননি। পুলিশ সুপার বলেন, আগামী ১৮ জানুয়ারি সিলেট জেলায় অনুষ্ঠিতব্য পরীক্ষার মাধ্যমে ২০২ জন পুরুষ ও ৩৬ জন নারী কনস্টেবল নিয়োগ দেয়া হবে। নিয়োগের জন্য কেউ দালালের শরণাপন্ন হলে তার প্রার্থীতা বাতিল করা হবে। এছাড়া নিয়োগ নিয়ে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। গেলো দুইবারের মতো এবারও সরকারি ফি ১০০ টাকা খরচায় যোগ্যরা চাকরি পাবেন বলে আশ্বস্থ করেন পুলিশ সুপার। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT