শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
সিলেটের কিন ব্রিজ থেকে পড়ে ২ কিশোরের মৃত্যু
প্রকাশ: ১০:৪৭ am ১৫-০২-২০১৮ হালনাগাদ: ১০:৫৮ am ১৫-০২-২০১৮
 
 
 


সিলেটের কিন ব্রিজ থেকে সুরমা নদীতে পড়ে দুই কিশোর মারা গেছে। বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরদের বয়স আনুমানিক ১২ এবং ১৪ বছর হবে বলে পুলিশ জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ব্রিজের বড় রেলিংয়ের উপর অনেক সময় পথশিশুরা শুয়ে থাকে। রাতে অসাবধানতাবশত রেলিং থেকে দুই কিশোর নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিক্যাল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফারুক আহমদ জানান, রাত ১০টার দিকে দুই কিশোরকে ওসমানী মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, নিহত কিশোররা কিন ব্রিজে রিকশা ঠেলে জীবিকা নির্বাহ করত।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT