বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ ১৬ই মাঘ ১৪৩১
Smoking
 
শাহাজাহান সোহাগ ‘এলো রে এলো বৈশাখ ইউটিউবে
প্রকাশ: ১২:৩১ pm ১৭-০৪-২০১৮ হালনাগাদ: ১২:৩৫ pm ১৭-০৪-২০১৮
 
 
 


প্রতিটি বাঙালির প্রাণের আমেজ ফিরে পায় বৈশাখে। আর বাঙালির ঐতিহ্য বৈশাখে সবাই মঙ্গল শোভা যাত্রাসহ গান, কবিতাসহ নানা ধরনের আয়োজনে মেতে থাকে। আবার অন্যদিকে, অডিও কোম্পানিসহ নানা ধরনের সঙ্গীত শিল্পীরা উপহার দেন বৈশাখের নতুন নতুন বৈশাখী গান।

বৈশাখ উপলক্ষে শাহাজাহান সোহাগ ‘এলো রে এলো বৈশাখ’ শিরোনামে একটি গান গেয়েছেন। আকাশ নিবিরের লেখা ও সুরে গানটি যৌথভাবে পরিচালনা করেছেন ডালিম মাহমুদ ও আলী আকতার রুনু। গানটির ভিডিওটি  গত শনিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে।

শাহাজাহান সোহাগ ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’ খ্যাত লুৎফর হাসানের সুরে প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী ছোট’ শিরোনামে প্রথম কাজ দিয়ে গানের জগতে পা রাখেন। এরপর নজরুল, রবীন্দ্র সংগীতসহ প্রায় ১৫০টি গানের সাথে কাজ করেন।

এ ছাড়া গান গাওয়ার পাশাপাশি তিনি এনটিভির ‘মেট্রো লাইফ’ ধারাবাহিক ও আরটিভিতে মোশারফ করিম অভিনীত ‘বায়েস্কোপ ওয়ালা’ নাটকসহ অসংখ নাটক পরিচালনা করেছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT