সম্প্রতি বলিউডে পা রেখেছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জানভি কাপুর। অভিষেকের অপেক্ষায় সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। বলিউডের তারকা সন্তানদের অভিষেক নিয়ে আলোচনায় আরো একটি নাম ইদানিং খুব জোরেসোরেই উচ্চারিত হচ্ছে, আর সেটি বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান।
মেয়ের অভিনয়ের প্রতি আগ্রহের কথা অনেক আগেই জানিয়েছেন শাহরুখ। তবে সঙ্গে এও বলেছেন, ‘আগে লেখাপড়া তারপর অভিনয়ে আসবেন সুহানা।’ কিন্তু সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা গেছে শাহরুখ কন্যাকে। ম্যাগাজিনের ফটোশুটেও অংশ নিয়েছেন তিনি। বলিপাড়ায় জোর গুঞ্জন, খুব শিগগির চলচ্চিত্রে দেখা যাবে সুহানাকে।
এদিকে কার হাত ধরে শাহরুখ কন্যা চলচ্চিত্রে পা রাখবেন তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। অনেকেই মনে করছেন করন জোহরের হাত ধরেই হয়তো বড় পর্দায় পা রাখবেন সুহানা। কিন্তু শাহরুখ ও তার স্ত্রী গৌরীর পরিকল্পনায় নাকি রয়েছে অন্য কিছু।
এ প্রসঙ্গে শাহরুখের ঘনিষ্ঠ এক বন্ধু ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘শাহরুখের ছেলে আরিয়ান খান অভিনয়ের প্রতি এখনো আগ্রহী নয়। কিন্তু সুহানা অভিনয়ে ক্যারিয়ার গড়তে চায়। তবে শাহরুখ চায় সে কঠোর পরিশ্রম করুক। সুহানা নিয়মিত থিয়েটার করছে। এখন শাহরুখ ও গৌরী মনে করছে সুহানা চলচ্চিত্রে অভিষেকের জন্য প্রস্তুত।
তিনি আরো বলেন, ‘করন জোহরের নামটি স্পষ্টভাবেই সবার আগে আসবে। কিন্তু আমার মনে হয় শাহরুখ ও গৌরী অন্য কাউকে চাইছেন। আমি যতদূর জানি, সঞ্জয় লীলা বানসালি থেকে শুরু করে সুজয় ঘোষের মতো মুম্বাইয়ের খ্যাতনামা পরিচালকরা চাইছেন তাদের মাধ্যমে সুহানার অভিষেক হোক। সুহানা খুবই ন্যাচারাল অভিনেত্রী। শাবানা আজমিও তার অভিনয় দেখে প্রশংসা করেছেন।’
সম্প্রতি মেয়ের চলচ্চিত্রে অভিষেক প্রসঙ্গে শাহরুখ বলেছেন, ‘সুহানা সিনেমায় সুযোগ পাওয়ার জন্য কাজ করছে না, সে অভিনয়শিল্পী হওয়ার জন্য কাজ করছে এবং সে তা ভালো করেই জানে। অনেক বন্ধু আছেন যারা সবসময় আমাদের মঙ্গলকামনা করেন, তারা আমার সন্তানদের নিজেদের সন্তানের মতো ভাবেন। তারা সুহানাকে নিয়ে ভীষণ খুশি এবং তাকে সিনেমায় অভিষেক করাতেও চায়। যেমন-করন জোহর। কিন্তু আমি সবসময়ই জোর দিয়ে বলে আসছি, তাদের তারকা হিসেবে নয়, বরং তারা যখন ভালো অভিনয়শিল্পী হবে তখন তাদের সিনেমায় অভিষেক করাব।’
এ অভিনেতা আরো বলেন, ‘আমি যেই অবস্থানে রয়েছি সেটি পর্যন্ত পৌঁছানো অনেক কঠিন, তবে আমার এই অবস্থান পর্যন্ত পৌঁছানোর পেছনে অনেক ফ্যাক্টর কাজ করেছে। এটি কী আর সবার ক্ষেত্রে হবে? এতে হতাশার কিছু নেই কিন্তু তাদের আমার ছায়া থেকে বেড়িয়ে নিজেদের কাজ করতে হবে।’