বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের ঠেলে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ও চীন সফরের পরামর্শও দিয়েছেন বিএনপি মহাসচিব। গতকাল রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহিলা দলের উদ্যোগে সংগঠনটির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি প্রধানমন্ত্রীকে এ পরামর্শ দেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে। একটি আগ্রাসী শক্তি আজকে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করছে। মিয়ানমার তার নাগরিকদেরকে বিতাড়িত করে বাংলাদেশে ঠেলে দিয়ে স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছে। এ সমস্যা সমাধানে অবিলম্বে দ্রুততার সঙ্গে কূটনৈতিক সব প্রক্রিয়া গ্রহণ করতে হবে। মিয়ানমারকে বাধ্য করতে হবে যাতে তারা অতিদ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়, তাদের নাগরিকত্বসহ সব সুযোগ দিতে বাধ্য হয়। বিএনপি মহাসচিব বলেন, দরকার হলে প্রধানমন্ত্রীকেই বিভিন্ন দেশে যেতে হবে কূটনৈতিকভাবে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য। আজকে ভারত ও চীনের কথা বলা হচ্ছে, তারা মিয়ানমার সরকারকে সমর্থন দিচ্ছে। তাদের কাছে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে, এটা বাংলাদেশের জন্য কী ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। শুধু নিজেদের স্বার্থে মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ঠিক হবে না। বিএনপি বিশ্বাস করে, যদি কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয় তাহলে অবিলম্বে এ সমস্যার সমাধান হতে পারে। সরকারের নীরবতার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের বিষয়ে কথা বলায় সরকারের গাত্রদাহ হচ্ছে, গায়ে জ্বালা ধরেছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল সঠিক সময়ে সঠিক পদক্ষেপ সরকার না নেওয়ায় এত মানুষ দেশে ঢুকে পড়েছে। এর একটাই কারণ, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কবি আবদুল হাই শিকদার, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, সাবেক সংসদ সদস্য রওশন আরা ফরিদ, ঢাকা জেলা মহিলা দলের নেত্রী সাবিনা ইয়াসমীন, নারায়ণগঞ্জের রহিমা শরীফ মায়া, চট্টগ্রামের জেলী চৌধুরী প্রমুখ। রোহিঙ্গা শরণার্থীদের প্রশ্নে জাতীয় ঐক্য চায় বিএনপি : বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রশ্নে জাতীয় ঐক্য চায় বিএনপি। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রশ্নে বিএনপি গোটা বাংলাদেশের ঐক্য চায়। কারণ এটা আজকে বাংলাদেশের একটা জাতীয় সমস্যা। লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে দেশে আশ্রয় দেওয়া কঠিন। আবার এদেরকে তাড়িয়ে দেওয়াও অমানবিক। তাদের আশ্রয়, খাদ্য ও বস্ত্র দেওয়ার পাশাপাশি তাদেরকে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদসহ (ডাকুস) সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনের দাবিতে ছাত্রদলকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকরামুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।