ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ এখন সাইবার অপরাধের হুমকিতে আছে। সাইবার নিরাপত্তা দেওয়া অনেক প্রতিষ্ঠানের চেয়ে হ্যাকাররা বেশি শক্তিশালী।
আজ মঙ্গলবার সকালে রাজধানী খিলক্ষেতের একটি হোটেলে সাইবার নিরাপত্তাবিষয়ক এক কর্মশালায় তারানা হালিম এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা দিতে যেসব প্রতিষ্ঠান বা সংগঠন কাজ করছে, তাদের চেয়ে হ্যাকাররা বেশি শক্তিশালী হলেও সরকার বেশ কিছু শক্তিশালী আইন করেছে। এর মধ্য দিয়ে সাইবার সুরক্ষা দেওয়ার চেষ্টা চলছে।
তিন দিনব্যাপী এই কর্মশালায় দেশি-বিদেশি সাইবার বিষেশজ্ঞরা অংশ নেন।