সৌদি বাদশাহ সালমান আব্দুল আজিজের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার (০২ সেপ্টেম্বর) সৌদি বাদশাহর মেহমানখানা পবিত্র মক্কা শরিফের মিনা প্যালেসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাদশার সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং এরশাদের সফরসঙ্গী জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, তার স্ত্রী নাসরিন জাহান রত্না হাওলাদার এমপি ও প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতার উপস্থিত ছিলেন। সৌদি বাদশার সঙ্গে এরশাদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী। তিনি জানান, বৈঠকে সৌদি বাদশাহও এরশাদের শাসনামলের বেশ কিছু পদক্ষেপ বিশেষ করে ইরাক-কুয়েত যুদ্ধে সৈন্য প্রেরণের সাহসী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন। সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও মত দেন সৌদি বাদশা। ১৯৯০ সালে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর কয়েকবার সৌদি বাদশাহর সঙ্গে দেখা-সাক্ষাৎ হলেও মাঝখানে প্রায় ১৫ বছরের বেশি সময় এরশাদ সৌদি বাদশাহর রাষ্ট্রীয় অতিথি হিসেবে তার সঙ্গে দেখা-সাক্ষাৎ ও বৈঠকের সুযোগ পাননি। আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।