শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি
প্রকাশ: ০৩:০৮ pm ১৩-০৩-২০১৭ হালনাগাদ: ০৩:১২ pm ১৩-০৩-২০১৭
 
 
 


২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি হচ্ছে, ২৬শে মার্চ সকাল ৬টায় বিএনপির কেন্দ্রীয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকাসহ জাতীয় পতাকা উত্তোলন। ভোরে বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের সিনিয়র নেতাকর্মীসহ সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা হবেন। স্মৃতিসৌধ থেকে ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ। একইসঙ্গে দোয়া ও ফাতেহা পাঠ শেষে মাজারে ওলামা দলের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দলীয় কার্যালয়সহ সারা দেশেও মিলাদ মাহফিল করা হবে।

বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। বিএনপির অঙ্গসংগঠনগুলো দেশব্যাপী সুবিধা অনুযায়ী র‌্যালি করবে।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন থাকবে। সন্ধ্যা ৬টায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে পরের দিন ২৭শে মার্চ চিত্র-প্রদর্শন করবেন যুবদল, চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করবে ছাত্রদল, আলোচনা সভা করবে মহিলা দল এবং রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

অন্যান্য দিনের কর্মসূচি পর্যায়ক্রমে জানানো হবে বলেও জানান রিজভী।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT