শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
স্বাস্থ্য সেবা নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়
প্রকাশ: ০৯:৫৮ am ১১-০৩-২০১৮ হালনাগাদ: ১০:০৪ am ১১-০৩-২০১৮
 
 
 


স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোনো সরকারই স্থায়ী নয়। কিন্তু একটি বিষয় বলতে চাই: স্বাস্থ্য সেবা নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। সবারই উচিত দল-মত নির্বিশেষে এগিয়ে আসা।

আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে মন্ত্রী এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘নবীন চিকিৎসকেরা যেতে চায় না গ্রামে। কেন যাবেন না আপনারা? রাস্তা-ঘাট সুন্দর হয়েছে। গ্রামের জীবনমান উন্নত হচ্ছে। সুন্দর শহর হয়ে গেছে।’

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের কাছে সহযোগীতা চেয়ে নাসিম বলেন, ‘নির্বাচনের আগে উন্নত চিকিৎসার জন্য আমরা গ্রামে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেব।’

মন্ত্রী বলেন, ‘আজ আমাকে অস্ট্রেলিয়া থেকে একজন ফোন করে বলেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার এক আত্মীয় আছেন সেদিকে একটু খেয়াল রাখতে। তার মানে তারা মনে করে, সরকারি স্বার্থ ছাড়া কোনো চিকিৎসা ভালো মানের হয় না।’

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন আয়োজিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনের সভাপতিসহ ভারত, নেপাল, আমেরিকা, উত্তর কোরিয়াসহ আরো কয়েকটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT