বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকবে
প্রকাশ: ১১:৪৫ pm ১৭-০৯-২০১৭ হালনাগাদ: ১১:৪৮ pm ১৭-০৯-২০১৭
 
 
 


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকবে বলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ চলায় এই তিনদিন ইন্টারনেট ব্যবহারকারীরা সাময়িক সমস্যার সম্মুখীন হবেন। তবে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যেই সারাদেশে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরে আসবে। সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ম্যানেজিং ডিরেক্টর মনোয়ার হোসেন জানান, ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। তিনি আরও জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সাবমেরিন ক্যাবল রিপিটারের মেরামত কাজ করা হয়। এজন্য কিছু সময় লাগে। এই তিনদিন ১ হাজার ২৬০ কিলোমিটার লম্বা এসইএ-এমই-ডব্লিউই ৪ ক্যাবল রিপিটার মেরামত করব।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT