বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
২৩ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ফেসবুক!
প্রকাশ: ০৯:৫২ am ১৫-০১-২০১৮ হালনাগাদ: ০৯:৫৪ am ১৫-০১-২০১৮
 
 
 


বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর নিউজ ফিডে এখন থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা কোনো সেলিব্রেটির করা পোস্ট থেকে পরিবার কিংবা বন্ধুদের করা পোস্ট বেশি দেখানো হবে। তবে বাণিজ্যিক পোস্ট কমিয়ে নিউজ ফিডে বন্ধুদের পোস্টকে অধিক গুরুত্ব দেওয়ার জেরে ২৩ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ফেসবুক। তাছাড়া, ফেসবুকের শেয়ার দরের সঙ্গে সহ-প্রতিষ্ঠাতা জাকারবার্গের আয়ও কমেছে। বিখ্যাত ম্যাগাজিন ফোবর্সের গবেষণা অনুসারে, জাকারবার্গের ব্যক্তিগত ক্ষতির পরিমাণ তিন শত ত্রিশ কোটি ডলার। ইতোমধ্যে ফেসবুকের শেয়ার দরও কমেছে চার দশমিক ৪০ শতাংশ। শুক্রবার দিন শেষে ফেসবুকের শেয়ার দর নেমে আসে ১৭৯ ডলার ৩৭ সেন্টে। বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার দর ছিল ১৮৭ ডলার ৭৭ সেন্ট। এ ব্যাপারে জাকারবার্গ তার ফেসবুকে লেখেন, গত কয়েক বছরে বাণিজ্যিক পোস্টে ভরে গেছে নিউজ ফিড, এতে ঢাকা পড়ছে ব্যবহারকারীর ব্যক্তিগত পোস্টগুলো। সপ্তাহ্খানেকের মধ্যেই নিউজ ফিডে বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন। জাকারবার্গ জানান, ফেসবুক যেন মানুষ শুধুই মজা করার জন্য ব্যবহার না করেন, মানুষের সত্যিকারের ভালো যাতে ফেসবুকের মাধ্যমে হয় সেটিও খেয়াল রাখতে হবে। তবে ফেসবুকের এ নতুন নিউজ ফিড পুরোপুরিভাবে  কার্যকর হতে আরো কয়েক মাস লেগে যাবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT