শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
হবিগঞ্জে পুলিশের গুলিতে পৌর কাউন্সিলর নিহত
প্রকাশ: ১১:১৪ am ০১-০১-২০১৮ হালনাগাদ: ১১:২১ am ০১-০১-২০১৮
 
 
 


হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে ইউনুছ মিয়া (৪০) নামে সাবেক এক পৌর কাউন্সিলর নিহত হয়েছেন। পুলিশের দাবি, ইউনুস মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। রোববার (৩১ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নে মাগুরুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ মিয়া চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দক্ষিণ হাতুণ্ডা গ্রামের গনি মিয়ার ছেলে।

চুনারুঘাট থানার সূত্রে জানা যায় , রাত ১২টার দিকে ইউনুছসহ চার-পাঁচজন ইয়াবা সেবন করছিলেন। সেখানে মাদক বিক্রেতাদের ধরতে গেলে তারা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইউনুছ আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ সময় এসআই আতাউর রহমান আহত হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT