বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
১ লাখ ৭৩ হাজার টাকার আসুস জেনবুক বাজারে
প্রকাশ: ০৩:১২ pm ০৮-১০-২০১৭ হালনাগাদ: ০৩:১৪ pm ০৮-১০-২০১৭
 
 
 


তাইওয়ানিজ ব্র্যান্ড আসুস দেশের বাজারে নিয়ে এলো নজর কাড়া ডিজাইন ও দারুন র্পাফরমেন্সের অসাধারণ সমন্বয়ে আসুস জেনবুক সিরিজের নতুন  ভার্সন আসুস জেনবুক ৩ ডিলাক্স-ইউএক্স ৪৯০ইউএ। উইন্ডোজ ১০ চালিত আসুস জেনবুকটিতে রয়েছে ইন্টেল সপ্তম জেনারেশন কোর আই সেভেন প্রোসেসর। এতে আরও আছে  ১ টেরা বাইট স্টোরেজ ও ২১৩৩ বাস স্পিডের ১৬ গিগাবাইট র্যাম। সঙ্গে থাকছে এসআরজিবি ফুল এইচডি ডিসপ্লে যার কালার রি-প্রোডাকশন ক্যাপাবিলিটি ১০০ শতাংশ। ১০০০:১ টিভি গ্র্যাড কন্ট্রাক্ট রেশিও এবং ডিসপ্লের উপরি ভাগে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। ডাটা ট্রান্সফারের জন্য আছে থান্ডারবোল্ট কানেক্টিভিটি যার স্পিড ৪০ জিবিপিএস। এটি ইউএসবি ৩ থেকে ৮ গুন বেশি দ্রুত। এই জেনবুকে ব্যাটারি ব্যাকাপ পাওয়া যায় ১২ ঘন্টা র্পযন্ত। এবং এতে ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করায় মাত্র ৪৯ মিনিটেই ৬০ শতাংশ র্পযন্ত র্চাজ করা সম্ভব।  সাউন্ড সিস্টেমে ব্যবহার হয়েছে হারমান কারডন র্সাটিফাইড এফেক্ট।আর এতো কিছুর পরও এর ওজন মাত্র ১.১ কেজি। ২ বছরের ওয়ারেন্টিসহ এর মুল্য র্নিধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার টাকা।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT