বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
'ইত্যাদি' এবারের ঈদ পর্বে অংশগ্রহণ করেছেন ৬০ জন বিদেশি নাগরিক
প্রকাশ: ০৯:৫৫ am ২০-০৬-২০১৭ হালনাগাদ: ০৯:৫৮ am ২০-০৬-২০১৭
 
 
 


দুই যুগেরও বেশি সময় ধরে দেশীয় সব লোকজ সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'। সেখানে একটি পর্বে থাকে বিদেশীদের পরিবেশনা। তাদের দ্বারা আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে।  শুরুর দিকে পরিবেশনাটিতে ১০/১২ জনের অভিনয় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে শতকের ঘরে পৌঁছেছে। এবারের ঈদ পর্বে অংশগ্রহণ করেছেন পৃথিবীর নানা দেশের ৬০ জন বিদেশি নাগরিক। এদের মধ্যে নৃত্যে অংশগ্রহণ করেছেন ২৫ জন এবং বাকিরা অভিনয়ে। এবারের পর্বের বিষয় 'যৌতুক'। 'যৌতুক নেয়া মহাপাপ-যৌতুক সমাজের অভিশাপ' শ্লোগানধারী এবারের পর্বের মহড়াটির সংলা খুব অল্প সময়ের মধ্যেই আয়ত্ত্ব করেছেন বিদেশীরা। ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে 'ইত্যাদি'।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT