মোহাম্মদ রনি খাঁ, সাভার থেকেঃ
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত 'উন্মুক্ত পাঠশালা'র শিক্ষার্থীদের মাঝে আজ ১৪ই জানুয়ারি (রবিবার)শিক্ষা সহায়ক বই বিতরণ করা হয়েছে।
গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রচেষ্টায় SWHC এর সিস্টার কনসার্ন উন্মুক্ত পাঠশালার বই উৎসবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড.আমজাদ হোসাইন, বিশ্ববরেণ্য বক্তা ও এটিএন বাংলার বিশিষ্ট আলোচক শমসের আলী হেলাল এবং SWHC এর চেয়ারম্যান আ স ম আবদুল্লাহ আল মারুফ।
এসময় ড.আমজাদ হোসাইন বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বলেন, "মানুষের যদি চেষ্টা করে এবং লক্ষ্য যদি ঠিক থাকে, তবে সে একদিন অবশ্যই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে।"
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণসাস্থ সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী তারেক হাসান, গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগের মাস্টার্স ২য় পর্বেরশামিম হোসাইন, তৌহিদ মোর্শেদ নোমান, মাসুদ রানা, লুতফুন নাহার লতা এবং আরো অনেকেই।
আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাবেক সেক্রেটারি পার্থ পিয়াল, ইংরেজি বিভাগের জাওয়াদ ইসলাম জীম।
নতুন বই পাওয়ার পর বাচ্চাদের মাঝে আনন্দের উচ্ছাস লক্ষ করা যায়। এ প্রসজ্ঞে উন্মুক্ত পাঠশালা'য় অধ্যায়নরত এক শিক্ষার্থীর মা বলেন, ' মোরা গরিব মানুষ, সরকার বিনা পয়সায় বই দিথেছে। কিন্দু টাহার অভাবে পোলাপাইনগুলিরে ভাল কইরা পড়াইতে পারি না, এরা তাও বিনা পয়সায় পোলাপাইনগুলিরে শিখানোর চেইষ্টা করতাছে।'
উল্লেখ্য, 'উন্মুক্ত পাঠশালা' মূলত গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের দ্বারা গরিব- অসহায় শিক্ষার্থীদের জন্য পরিচালিত হয়ে আসছে।