বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত 'প্যাডম্যান' (০৯ ফেব্রুয়ারি) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। আর বালকি পরিচালিত ছবিটি মুক্তির পরপরই সমালোচক ও দর্শকদের ইতিবাচক সাড়া পেতে শুরু করেছে। তবে ছবিটি প্রদর্শনে আপত্তি জানিয়েছে পাকিস্তান। দেশটির ফেডারেল সেন্সর বোর্ড (এফসিবি) 'প্যাডম্যান' মুক্তিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ছবিটি দেশটির ঐতিহ্য ও সংস্কৃতি বিরোধী বলে উল্লেখ করে এটি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 'প্যাডম্যান' ভারতের সামাজিক উদ্যোক্তা অরুনাচালম মুরুগানানথামের বাস্তব জীবনের ঘটনা থেকে নির্মিত। তিনি ভারতের দরিদ্র রাজ্যে কম অর্থে নারীদের স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করতেন। ছবিটিতে অরুনাচালমের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার সহশিল্পী হিসেবে রয়েছেন সোনাম কাপুর ও রাধিকা আপ্তে। এখন পর্যন্ত ছবিটির আয় ২০ কোটি রুপিও বেশি।