শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
অং সান সুচির গ্লাসগো শহরের ফ্রিডম অ্যাওয়ার্ড প্রত্যাহার
প্রকাশ: ১১:৫৮ am ০৪-১১-২০১৭ হালনাগাদ: ১২:০০ pm ০৪-১১-২০১৭
 
 
 


মিয়ানমারের নেত্রী অং সান সুচির গ্লাসগো শহরের ফ্রিডম অ্যাওয়ার্ড প্রত্যাহার করা হয়েছে। গ্লাসগো সিটি কাউন্সিল এ অ্যাওয়ার্ড প্রত্যাহারের ব্যাপারে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। চলমান রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের কারণে সমালোচনার মুখে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

২০০৯ সালে যুক্তরাজ্যের গ্লাসগো শহর সুচিকে এ অ্যাওয়ার্ড দেয়। সে সময় তিনি জান্তা সরকারের অধীনে গৃহবন্দি অবস্থায় ছিলেন। উল্লেখ্য, গত আগস্টের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলার জের ধরে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্মম নির্যাতন শুরু হয়। এরই প্রেক্ষিতে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদিকে সু চির গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রিও বাতিলের দাবি উঠেছে। তবে বিশ্ববিদ্যালয়টি বলছে তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না।

গত মাসে সুচিকে দেওয়া 'ফ্রিডম অব অক্সফোর্ড' খেতাব প্রত্যাহারের ঘোষণা দেয় অক্সফোর্ডের সিটি কাউন্সিল।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT