রিসেপ তাইয়েপ এরদোগান দ্বিতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সোমবার সকালে বিবিসি এ খবর প্রকাশ করেছে।
তুরস্কের রাষ্ট্রীয় মিডিয়া জানায়, প্রাপ্ত ৯৯ শতাংশ ভোটের মধ্যে এরদোগান পেয়েছেন ৫৩ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহারেন পেয়েছেন ৩১ শতাংশ ভোট।
রোববার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিজয়ী হওয়ার সোমবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলাপমেন্ট (একে) পার্টির সদর দফতর থেকে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেন রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, এ নির্বাচনে তুরস্ক, তুর্কি জাতি, এই অঞ্চলও সারা বিশ্বের নিপীড়তরা জয়ী হয়েছে।