ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবরুদ্ধ হয়ে পড়া উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উদ্ধারে পুলিশের ভূমিকা নিয়েছে ছাত্রলীগ। উপাচার্যকে উদ্ধারে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন। এ সময় আন্দোলনরত একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে ছাত্রলীগ বলছে, হামলার কোনো ঘটনা ঘটেনি।
২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুর থেকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়লে বিকালেই হামলা করে ছাত্রলীগ।
আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, উপাচার্যের সঙ্গে কথা বলতে তার কার্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা গেলে কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেসময় কলাপসিবল গেটের তালা ভেঙে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। কিন্তু উপাচার্য বের হননি। তাকে বের হতে বারবার অনুরোধ করা হলে তিনি প্রক্টরকে পাঠান কথা বলার জন্য। কিন্তু প্রক্টরকে অবাঞ্চিত ঘোষণা করে করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা দুপুরের দিকে বলেন, ‘কিছুক্ষণের মধ্যে উপাচার্য স্যার বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা না বললে কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হবে।’
এরপরই ঘটনাস্থলে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে হামলা করেন শিক্ষার্থীদের ওপর। কয়েকটি বেসরকারি চ্যানেলে প্রচারিত লাইভে দেখা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের মারধর করছেন। তাদের হাত থেকে নারী শিক্ষার্থীরাও রক্ষা পাননি।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান লিমন দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে কোনো হামলার ঘটনা ঘটেনি। বেশ কিছু বহিরাগত জামাত-শিবিরের কর্মীদের নিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইছিল এবং আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করছিল। তাদেরকেই প্রতিহত করা হয়েছে। তারা সবাই বহিরাগত।