অর্থবছরের পরিবর্তনের কথা ভাবছে সরকার। এ কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তার সাথে দেখা করতে গেলে এসময় তিনি একথা বলেন। তিনি বলেন, এর জন্য সবার সাথে কথা বলা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বহুদিন ধরে কনভিন্সড ছিলাম যে বাজেটের সময়টা জুন-জুলাই ঠিক আছে। এবার নতুন আইডিয়াও আসছে। এর আগে প্রস্তাব এসেছিল এপ্রিল-মার্চ। এখন কেউ কেউ বলেছেন জানুয়ারি-ডিসেম্বরের কথা । তিনি বলেন, আপনারা আরও ভালো ভালো আইডিয়া দিতে পারেন।