বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
প্রকাশ: ০৭:০০ am ১৮-০৪-২০১৮ হালনাগাদ: ১০:২৯ am ১৮-০৪-২০১৮
 
 
 


ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. নাজমুল হাসান।

মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিলে বোর্ড সভায় তা গ্রহণ করা হয় বলে জানান আরাস্তু খান।

তিনি বলেন, সব ব্যাংকের চেয়ে ইসলামী ব্যাংক অনেক বড়। তাই এটির ব্যবস্থাপনা করাও কঠিন। যা সবসময় আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। তাই আজ বোর্ড সভায় আমি পদত্যাগপত্র দিয়েছি।

প্রসঙ্গত, ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন হয় ২০১৭ সালের ৫ জানুয়ারি। সে সময় চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন আরাস্তু খান।

তৎকালীন ভাইস চেয়ারম্যান আজিজুল হকও সেদিন পদত্যাগ করেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নানকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর ব্যাংকের বিভিন্ন পর্যায়ে নানা পরিবর্তন আসে।

১৯৮৩ সালের ১৩ মার্চ বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে ইসলামী ব্যাংক বাংলাদেশ। দেশে ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ব্যাংক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT