বাংলাদেশের উত্তরাঞ্চলের ৫১টি পৌরসভার অবকাঠামো উন্নয়নে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট (কেএফএইডি) পাঁচ কোটি ১০ লাখ (৫১ মিলিয়ন) ডলার ঋণ দেবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা জানান, ‘আরবান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্টে’র জন্য মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় শেরে বাংলা নগরে ইআরডি সম্মেলনকক্ষে ঋণচুক্তি স্বাক্ষর হবে।
কর্মকর্তারা বলেন, ইআরডি সচিব কাজী শফিকুল আজম এবং কেএফএইডির উপমহাপরিচালক হামাদ আল-ওমর তাদের নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।
ইআরডি কর্মকর্তা বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে এই প্রকল্পের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ছোট ও মাঝারি ৫১টি পৌরসভার সড়ক নির্মাণ করা হবে।