শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
অানুশকার হাতে সূচ-সুতো কেন?
প্রকাশ: ০৩:৫৪ pm ৩১-০১-২০১৮ হালনাগাদ: ০৪:০২ pm ৩১-০১-২০১৮
 
 
 


পর পর দুটো সুপারহিট ছবি। আর তার পর এক্কেবারে বিয়ের পিঁড়িতে। গত বছরটা এই রকমই জাঁকজমকপূর্ণ কেটেছে অানুশকা শর্মার। কিন্তু, অানুশকার হাতে সূচ-সুতো কেন? বিয়ের পর আবার কাজে ফিরেছেন। আর এ ছবি তারই প্রমাণ। আসলে সূচ-সুতোর কারসাজি শিখছেন অভিনেত্রী। 'সুই ধাগা' ছবির জন্য কঠিন কসরত করছেন তিনি। ‘সুই ধাগা’র সেটে নিজের এই ছবিটি টুইটারে শেয়ার করেছেন অানুশকা নিজেই। শুধু তাই নয়, এ ছবিরই সেটে অানুশকা আরও একটি ছবি সামনে এসেছে। সেই ছবিতে নীল শাড়ি পরে এক্কেবারে ঘরোয়া লুকে দেখা গিয়েছে অানুশকাকে। এই মুহূর্তে  পুরোদমে শুটিং চলছে যশ রাজ ও মণীশ শর্মা প্রযোজিত এই ছবির। ছবিতে অানুশকার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। এই প্রথম বার জুটি বাঁধতে চলেছেন অানুশকা ও বরুণ। ‘সুই ধাগা’র পরিচালক শরৎ কাটারিয়া। ‘দম লাগাকে হাইশা’ ছবির পরিচালনা করে দর্শকের মন ইতিমধ্যেই জিতে ফেলেছেন শরৎ। বরুণ নিজেও কিছুদিন আগে একটি ছবি শেয়ার করেছিলেন ‘সুই ধাগা’র সেট থেকেই। সেই ছবিতেও সেলাই মেশিনে মগ্ন দেখা গিয়েছিল বরুণকে। সূত্র: আনন্দবাজার

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT