১৯৭২ সালের সংবিধানে যেভাবে ছিল, ষোড়শ সংশোধনী সেভাবেই ছিল।আদালত এ ধরনের রায় দিতে পারেন না। এ কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। সোমবার (৩ জুলাই) সকালে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে রায়ের প্রতিক্রিয়ার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, এ নিয়ে সংসদে ফের আলোচনা হবে। এর আগে সকালে বিচারকদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।