মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরে তেল গ্যাস উত্তোলনের বিধিনিষেধ বাতিলে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছর ডিসেম্বরে আর্কটিকে তেল গ্যাস উত্তোলনের ওপর যে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন তা বাতিল হয়ে যেতে পারে। তেলের বাজার নিম্নমুখী থাকা স্বত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট বলেছেন জ্বালানি ক্ষেত্রকে নিয়ন্ত্রণমুক্ত করার মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। অপরদিকে স্বরাষ্ট্র সচিব রায়ান জিনকে বলেছেন, "বিদেশিদের হাতে জিম্মি থাকার চাইতে এ সিদ্ধান্তটি অনেক ভালো।" ওবামার পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত নিষেধাজ্ঞা থেকে মুক্তি লাভ করা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির একটি। 'আমেরিকা ফার্স্ট অফশোর এনার্জি স্ট্র্যাটেজি' নামক এই নির্বাহী আদেশ স্বাক্ষরের পর ট্রাম্প বলেছেন, "আমাদের দেশে অবারিত তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদসহ প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে। তবে ফেডারেল সরকার এসব সমুদ্র তীরবর্তী ক্ষেত্রের ৯৪ শতাংশই অনুসন্ধান এবং উত্তোলনের জন্য বন্ধ রেখেছে। এর ফলে দেশের মানুষ হাজার হাজার কর্মসংস্থান ও কোটি কোটি ডলারের সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে।" অপরদিকে পরিবেশবাদী দল ট্রাম্পের নির্বাহী আদেশের তীব্র সমালোচনা করে জানিয়েছেন তারা আদালতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে।