ইরাকের মসুলে একটি শরণার্থী শিবিরে খাদ্যে বিষক্রিয়ার কারণে কয়েকশ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইফতারির পর শরণার্থীরা ক্রমাগত বমি করতে থাকে এবং অনেকের শরীরে পানিশূণ্যতা দেখা দেয়। মসুল এবং ইরবিল এর মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি শরণার্থী শিবিরে ইসলামিক স্টেটের বিরুদ্ধে ইরাকী সেনাদের যুদ্ধে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের সরিয়ে আনা হয়েছিল। বর্তমানে আইএস যোদ্ধারা মসুল শহরের পশ্চিমে কোণঠাসা হয়ে আছে। কুর্দিশ রুদাও নিউজ এজেন্সী জানিয়েছে এখন পর্যন্ত ৭৫০ জনেরও বেশি মানুষ খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এবং এক শিশু মারা গেছে। রুদাও নিউজের খবরে আরো বলা হয়েছে, ইরবিলের একটি রেস্তোরাতে ওই খাবার প্রস্তুত করা হয়েছে এবং কাতারের সেচ্ছাসেবী সংস্থা সেগুলো শরণার্থী শিবিরে বন্টন করেছে। আক্রান্তদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা মসুল এলাকায় ১৩ টি শরণার্থী শিবির নির্মাণ করেছে। আক্রান্ত শিবির তার মধ্যে অন্যতম যেখানে শহর এবং গ্রামের গৃহহীন মানুষেরা আশ্রয় নিয়েছিল। সূত্র: বিবিসি