ফিলিস্তিনের পশ্চিম তীরে বুধবার (১৭ জানুয়ারি) ইসরায়েলি বাহিনীর হামলায় একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে তাকে হত্যা করা হয়। স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, নিহত আহমেদ জাররার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০২ সালে ইসরায়েলি বাহিনীর হাতে খুন হওয়া তার বাবা নাসের জাররার ছিলেন হামাসের একজন শীর্ষস্থানীয় কমান্ডার। ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ড সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)ভোর পর্যন্ত দখলদার বাহিনীর গুলির শব্দ শোনা গেছে। গত বছর ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়া ৮ ডিসেম্বর শুক্রবার থেকে ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদা বা সর্বাত্মক প্রতিরোধের ডাক দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নতুন করে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয় দলটি। সূত্র: রয়টার্স