বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
একসময়ের আলোচিত খলনায়ক বাবর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
প্রকাশ: ১০:০২ am ০৯-০৯-২০১৭ হালনাগাদ: ১০:০৩ am ০৯-০৯-২০১৭
 
 
 


ঢাকাই চলচ্চিত্রের একসময়ের আলোচিত খলনায়ক বাবর হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিনেতা বাবরের পারিবারিক সূত্র জানায়, তার ফুসফুসে ক্ষত ধরা পড়েছে। সেটি কিসের, সে বিষয়ে পরীক্ষা করে দেখা হবে। তাছাড়া তিনি শারীরিকভাবে অনেক দুর্বল। ডায়াবেটিস রয়েছে, আবার প্রেসারও বেশি। অসুস্থ থাকার কারণে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন না তিনি। আমজাদ হোসেনের নির্দেশনায় ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে বাবরের অভিষেক ঘটে। তবে খলনায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রে। এরপর দীলিপ বিশ্বাসের ‘আসামি’, শামসুদ্দিন টগরের ‘বাঞ্জারান’, দারাশিকোর ‘ডাকু দরবেশ’, ‘জিপসী সরদার’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার প্রযোজিত চলচ্চিত্র ‘দাগী’ এবং একমাত্র পরিচালিত চলচ্চিত্র ‘দয়াবান’।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT