পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেড এ বছর ‘মোস্ট প্রোগ্রেসিভ ব্যাংক অন জেন্ডার স্ট্র্যাটেজি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তৃতীয় বার্ষিক ট্রেড ফাইন্যন্স প্রোগ্রাম (টিএফপি) পুরস্কার অর্জন করেছে। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সাংগ্রিলা রাসা সেন্টোসাতে এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হিউম্যান রিসোর্সেস বিভাগের প্রধান বিলকিস জাহান এবং কমিউনিকেশন্স বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব এডিবির প্রাইভেট সেক্টর অপারেশনের ডিরেক্টর জেনারেল মাইকেল ব্যারো এবং ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান স্টিভেন বেকের হাত থেকে পুরস্কার নেন। এর আগে গত ১৫ অগাস্ট পুরস্কারের জন্য ব্র্যাক ব্যাংকের মনোনয়ন ঘোষণা করে এডিবি।