শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
কেরানীগঞ্জে একটি পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
প্রকাশ: ১২:০৮ pm ১৭-০৯-২০১৭ হালনাগাদ: ১২:১৪ pm ১৭-০৯-২০১৭
 
 
 


ঢাকার কেরানীগঞ্জে একটি পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম তপন চন্দ্র সরকার (৩০)। সে সাভারের বাকুতা এলাকার গয়নাথ চন্দ্র সরকারের ছেলে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো.আক্কাস মিয়া জানান, শনিবার রাতে উপজেলার মান্দাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করেন
তারা।

তপনের পরিবারের বরাত দিয়ে এসআই আক্কাস বলেন, তপন মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিলেন। শুক্রবার মান্দাইল এলাকার এক আত্মীয়ের বাড়ি যান তিনি। সেখান থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর শনিবার রাতে মান্দাইল এলাকার একটি পুকুরে একটি লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। খবর পেয়ে তপনের স্বজনরা গিয়ে তার লাশ শনাক্ত করে।

সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

এসআই আরো বলেন, নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT