এমডিসি মডেল ইনষ্টিটিউটে এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে ৪০বছরের উৎযাপনকে সামনে রেখে গতকাল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল ৩৮টি ব্যাচের পূর্ণমিলনী রেজিষ্ট্রেশনের কার্যক্রম।
১৯৭৮সালে ঢাকার মিরপুরে সেকশন ১২ তে এমডিসি মডেল ইনষ্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে ১৯৮১ সাল থেকে ২০১৮ সাল পযর্ন্ত ৩৮টি ব্যাচ এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় দিয়ে দেশ-বিদেশে অনেক উচ্চ পর্যায়ে আজ নিয়োজিত আছে।
আর এই এই ৩৮টি ব্যাচের সাফল্যের পেছনে আছে স্কুলের অনেক শিক্ষিক-শিক্ষিকার অবদান। যাদের অক্লান্ত পরিশ্রমে আর ভালোবাসায় শিক্ষার্থীরা আজ তাদের নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে।
ব্যাচঃ৯৯
বহু কাঙ্খিত ও প্রতিক্ষিত এমডিসি মডেল ইনষ্টিটিউটে স্কুল এর ৪০ বছর পূর্তি উপলক্ষে সকল প্রাক্তন শিক্ষার্থীদের প্রথমবারের মতো পূনর্মিলনীর রেজিস্ট্রেশন আগামী ২০শে এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় এমডিসি স্কুলের শহীদ মিনারে শুভ উদ্বোধন হয়ে গেছে।
উদ্বোধনের সময় বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা ও বর্তমান স্কুল কমিটির সভাপতি আয্হারুল ইসলাম (বিপ্লব মোল্লাহ্)সহ অন্যান্য কমিটির সদস্যরা উপস্থিত ছিলো অনেকেই।
শতশত শিক্ষার্থী-শিক্ষক কেক কেটে রেজিষ্ট্রেশনের উদ্বোধন করেন।
এছাড়া ৩৮টি ব্যাচের প্রতিটি ব্যাচের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীরাও উপস্থিত ছিলো।
স্কুলের ৮১ ব্যাচের প্রাক্তন ছাত্র ফয়েজ ভাই প্রথম রেজিষ্ট্রেশন করে শুরু করলেন নব যাত্রা ৷
অন্যান্য ব্যাচের ছবিতে অবদ্ধ শিক্ষার্থীরাঃ
ব্যাচঃ ২০০১
সকল ব্যাচঃ
সকল ব্যাচঃ১৯৯৩
সকল ব্যাচঃ২০১৪