আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সাভারের এমপি ডা.এনামুর রহমান এনামকে আমরা শোকজ করছি। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যা বলেছেন বিষয়গুলো আমরা সিরিয়াসলি খতিয়ে দেখছি।’
রবিবার (৩০ জুলাই) দলটির সম্পাদক মণ্ডলীর এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হয়েছে। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্প্রতি একটি ট্যাবলয়েড পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সরকার দলীয় সংসদ সদস্য ডা. এনাম বলেছিলেন, ‘সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারও টু শব্দ করার সাহস নেই। পাঁচজনকে ক্রসফায়ারে দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি। এখন সব ঠাণ্ডা। লিস্ট করার পর যে দু’একজন ছিল তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না। আমরা ভালো হয়ে যাবো।’
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।