মিথ্যাবাদীকে শনাক্ত করার প্রযুক্তি আবিষ্কারের চেষ্টা করছেন বিজ্ঞানীরা। কম্পিউটারের মাউসের মাধ্যমে এটি কিভাবে করা যায় এর জন্য গবেষণা করছেন। ধারণা করা হচ্ছ গবেষণার কাজটি দ্রুত শেষ করে নতুন এই প্রযুক্তি বাজারে আনবেন। গবেষকরা জানান, কম্পিউটারে মাউসের ব্যবহারের ধরন দেখেই মিথ্যুবাদীকে চেনা যাবে । মাউস চালানো দেখেই জানা যাবে কম্পিউটারে করা প্রশ্নের উত্তর মিথ্যা নাকি সত্য। এই মাউস ব্যবহারের কারণে কম্পিউটার ব্যবহারকারিরা অনেকটা নিরাপদ থাকবেন। ইতালির পাভোদা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সত্য-মিথ্যা যাচাইয়ের এ গবেষণায় ব্যবহার করেছেন ‘আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স’। গবেষণাটি করতে গিয়ে ‘অ্যালগোরিদম’ সিস্টেমে কিছু নমুনা উত্তর দেয়া হয়। সেই নমুনার ভিত্তিতেই মাউসের নাড়াচাড়ার ধরন দেখে কম্পিউটার সত্য-মিথ্যা যাচাইয়ের কাজটি করবে। এখন তারা শিক্ষার্থীদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।