শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
পুলিশের এক উপপরিদর্শককে কুপিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশ: ০৯:৫৯ am ২৬-১২-২০১৭ হালনাগাদ: ১০:০৩ am ২৬-১২-২০১৭
 
 
 


চুয়াডাঙ্গায় পুলিশের এক উপপরিদর্শককে কুপিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা এক দুর্বৃত্তকে আটক করে গণপিটুনি দিয়েছেন।

গতকাল সোমবার রাত ৯টার দিকে  শহরের ফার্মপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে আহত পুলিশ সদস্যের নাম মো.ওহিদুজ্জামান। তিনি চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত। পরে তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জনতার হাতে আটক দুর্বৃত্তকেও।

জানা যায় একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে গত তিনদিন ধরে শহরের হকপাড়া, ফার্মপাড়া ও দক্ষিণ গোরস্থান পাড়ায় দুদল দুর্বৃত্তের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। গত রাতে এসআই ওহিদুজ্জামান সাদা পোশাকে টহলে গেলে দুর্বৃত্তরা তাঁকে প্রতিপক্ষের লোক ভেবে কোপাতে থাকে। পরে পোশাক পরা সদস্যরা ওহিদুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে নেন। এসময় এলাকাবাসী হামলাকারী মিন্টু হোসেনকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা বর্তমানে আশংকামুক্ত আছেন। অন্যদিকে গণপিটুনিতে আহত মিন্টুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT